বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অভিযোগ প্রতিকার ব্যবস্থা কমিটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ে সিএসই’র কর্মকর্তাদের জন্য দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ।
গত ২১ মে কর্মশালায় প্রধান অতিথি এবং মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এঙচেঞ্জ কমিশন(বিএসইসি) এর কমিশনার মো. আব্দুল হালিম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কমিশনের নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান এবং সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক। রিসোর্স পার্সন ছিলেন সিডিবিএল এর মহাব্যবস্থাপক রাকিবুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক। প্রেস বিজ্ঞপ্তি।










