ছাত্র–জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর গত বছরের ৫ আগস্ট সিএমপির থানা থেকে লুট করা অস্ত্র–শস্ত্র মোংলা থেকে উদ্ধার করা হয়েছে। একইসাথে দুই বন্ধুকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছি, মহানগর গোয়েন্দা (উত্তর–দক্ষিণ) বিভাগের পুলিশের একটি দল গত ২৬ আগস্ট রাতে নগরীর ইপিজেড থানাধীন মাইলের মাথা এলাকা থেকে এন.এইচ. মানিক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। মানিক মোংলা পৌরসভার কবরস্থান রোডের জনৈক মৃত আবদুল জলিলের পুত্র। বর্তমানে সে ইপিজেড এলাকার মাইলের মাথার ডাস্টবিন গলির ওয়াশিল চৌধুরী বাই লেনে ভাড়া থাকে। পুলিশি জিজ্ঞাসাবাদে মানিক তার কাছে থানা থেকে লুট করা অস্ত্র–শস্ত্র আছে বলে স্বীকার করে জানায়, গত বছরের শেষ দিকে সে অস্ত্রটি তার নিজ গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোংলা থানাধীন মালগাজী এলাকায় তার বন্ধু কামালের নিকট রেখে এসেছে। গোয়েন্দা পুলিশ মানিককে নিয়ে বাগেরহাটের মোংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামে কামালের বাড়িতে অভিযান চালায়। কামালকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিএমপি হতে লুট হওয়া টি ৭.৬২ বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। কামাল মোংলার মালগাজী এলাকার জনৈক আবদুল মোতালেবের পুত্র। গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।










