চট্টগ্রাম মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনছুরুল আলম চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (১২ মার্চ) সিআইএমসিতে যোগ দিলে তাঁকে বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ, সিআইএমসিএইচ’র পরিচালক অধ্যাপক ডা. আমির হোসেন ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ আশা প্রকাশ করেন, অধ্যাপক ডা মনছুরুল আলমের সেবার মাধ্যমে অত্র হাসপাতালের রোগী সাধারণ আরো উন্নত চিকিৎসা সেবা পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন সিআইএমসিএইচর উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক খান, উপ-পরিচালক ডা. বখতিয়ার আলম, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইসমাইল, ফাইন্যান্স’র উপ-পরিচালক -আজাদ চৌধুরী, সিআইডিসিএইচ’র সিনিয়র সহকারী পরিচালক ডা. মুহাম্মদ সরওয়ার কামাল ও চীফ ইঞ্জিনিয়ার অহিদুল ইসলাম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক ডা. মনসুর আলম এমবিবিএস ডিগ্রির পাশাপাশি এফসিপিএস, এমডি, পিএইচডি এবং এফআরসিপি (গ্লাসগো) অর্জন করেন।