সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

বাঘাইছড়িতে ইউপি সদস্যকে হত্যা

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

বাঘাইছড়িতে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন নিহতের বড় ভাই বিনয় চাকমা।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান জানান, মামলায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জনসংহতি সমিতির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বড় ঋষি চাকমাসহ সংগঠনটির ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাছাড়া অজ্ঞাত আরও আটজনকে আসামি করা হয়েছে।
গত বুধবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরুন্নবী সরকারের কার্যালয়ে ঢুকে রূপকারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও জেএসএস (এমএন লারমা) নেতা সমর বিজয় চাকমাকে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনার পর থেকে উপজেলা পরিষদ এলাকায় থমথমে অবস্থা চলছে। উপজেলায় আইন-শৃক্সখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নিহত সমর বিজয় চাকমার লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
পরবর্তী নিবন্ধপি কে হালদারের ১০তলা ভবনসহ জমি জব্দের আদেশ