সাতকানিয়ায় ২৫ কেজি গাঁজা ও ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

বিএনপি নেতাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় বিএনপি নেতাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা ও ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলার কেরানীহাট সিটি সেন্টারের একটি দোকান ও চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের উপর থেকে তাদের গ্রেপ্তার এবং মাদক উদ্ধার করা হয়।

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, শুক্রবার বিকালে সাতকানিয়ার কেরানীহাটে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের ওপর মাদক ক্রয়বিক্রয়ের জন্য কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানিক দল কেরানীহাট এলাকায় অভিযান চালায়। এ সময় সিটি সেন্টারের সামনে সড়কের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় কক্সবাজারের রামুর পশ্চিম উমখালী ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ির আবুল কাছিমের পুত্র মো. মামুনর রশিদকে (২২) গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত মামুনর রশিদের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব। জিজ্ঞাসাবাদে মামুনর রশিদ জানায়, সিটি সেন্টারের দ্বিতীয় তলার একটি দোকানে আরো কয়েকজন মাদক ব্যবসায়ী রয়েছে এবং তাদের কাছে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা মজুদ রয়েছে। তখন র‌্যাবের অভিযানিক দল গ্রেপ্তারকৃত মামুনকে সাথে নিয়ে তাৎক্ষণিক সিটি সেন্টারের দ্বিতীয় তলায় উক্ত দোকানে অভিযান চালায়।

এ সময় মামুনের দেখানো দোকান খুলে সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়া পাড়ার মৃত নজরুল ইসলামের পুত্র মাদক ব্যবসায়ী মিনহাজুর রহমান (২২) ও ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা চৌকিদার বাড়ির শহর মুল্লুক রাশেদকে (৪৩) গ্রেপ্তার করা হয়। একই সাথে ওই দোকান থেকে ২৫ কেজি গাঁজা ও ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শহর মুল্লুক রাশেদ কেরানীহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার আরো জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার, ফেনী ও কুমিল্লা থেকে মাদক এনে কেরানীহাট সিটি সেন্টারের এই দোকানে মজুদ করে রাখতো। পরে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে সরবরাহ করতো। এছাড়া ওই দোকানে বসে স্থানীয় খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতো।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে গতকাল আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধবাঘের বদলে জলহস্তী পাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা
পরবর্তী নিবন্ধআজিম-হাকিম স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন