সাতকানিয়ায় মাদ্রাসা ছাত্রকে নিপীড়ন, মুদি দোকানির বিরুদ্ধে মামলা

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ২১ মে, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শাহাবুদ্দিন চৌধুরী বাবলা নামে এক মুদি দোকানির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শাহাবুদ্দিন চৌধুরী বাবলার বিরুদ্ধে ছাত্রটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। বাবলা ভোয়ালিয়াপাড়ার মৃত মোজাহারুল হক চৌধুরীর ছেলে। ছাত্রটি রূপকানিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে ওই ছাত্র খেলার জন্য ঘর থেকে বের হয়। মাগরিবের পর ঘরে ফেরার পথে বাড়ির পার্শ্ববর্তী মুদি দোকানি শাহাবুদ্দিন বাবলা ওই ছাত্রকে ফুসলিয়ে ডেকে তার বাড়ির দোতলায় নিয়ে যৌন নিপীড়ন করে।

স্থানীয়রা জানান, ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করে। এর আগেও শাহাবুদ্দিন আরও কয়েকজন শিশুর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন। তারা জানিয়েছেন, বিষয়গুলো স্থানীয়ভাবে মীমাংসা হওয়ায় থানা পর্যন্ত গড়ায়নি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, এ ঘটনায় ছাত্রটির মা বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধ‘সি’ ইউনিটের ১ম শিফটের পরীক্ষায় উপস্থিতি ৯১%
পরবর্তী নিবন্ধমানবদেহে বিশেষ গন্ধে আকৃষ্ট হয় মশা