সাতকানিয়ায় পুলিশ পরিত্যক্ত অবস্থায় ১টি দুনলা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চনা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। জানা যায়, দুপুরে এলাকায় তিন যুবককে কাঁধে ব্যাগ নিয়ে মোটরসাইকেল যোগে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। অপরিচিত যুবক দেখে স্থানীয়রা ব্যাগ তল্লাশী করার চেষ্টা করে। এ সময় অবস্থা বেগতিক দেখে ওই তিন যুবক ব্যাগ ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা ব্যাগ খুলে অস্ত্র দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে পরিত্যক্ত অবস্থায় ব্যাগ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সাতকানিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, কাঞ্চনা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দুনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। কারা এটি ফেলে গেছে তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












