সাজেকে কলাবোঝাই জীপ উল্টে দুজনের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

রাঙামাটির সাজেকে জীপগাড়ি উল্টে দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকার কলা ব্যবসায়ী মো. ইলিয়াছ হোসেন (৪৫) ও সাজেক মাচালং এলাকার শ্রমিক অনন্ত ত্রিপুরা (৪০)।
সাজেক থানা পুলিশ জানায়, বাঘাইছড়ির মাচালং বাজার থেকে কলাবোঝাই জীপগাড়িটি বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা ২ নং কালভার্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে এটি সড়কের পাশে উল্টো যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান মো. ইলিয়াছ ও অনন্ত ত্রিপুরা। গাড়িটিতে অতিরিক্ত মাল বোঝাই ছিলো। পুলিশ লাশগুলো উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে মর্গে নিয়ে যায়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক (নুর ) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর জীপগাড়ির চালক পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে ২৯ জনকে আসামি করে মামলা
পরবর্তী নিবন্ধরামগড়ে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, শিক্ষক পলাতক