সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান

বিভিন্ন স্থানে সমাবেশ

| শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ : সারাদেশব্যাপী সাম্প্রদায়িক নৈরাজ্য ও হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের উদ্যোগে মহানগর যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো. জাবেদ হোসেন খাঁনের নেতৃত্বে শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় শোভাযাত্রাটি শুলকবহর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর গেইটস্থ জয় বাংলা চত্বরে এসে পথসভায় শেষ হয়। যুবলীগ নেতা শিবু বড়ুয়ার সঞ্চালনায় আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। উপস্থিত ছিলেন নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক দ্বীনবন্ধু দাশ, ইউনিট আওয়ামী লীগের সহ সভাপতি মো. নজরুল, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুল, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. আলী, যুবলীগ নেতা আল মাসুদ চৌধুরী হিরু, আব্দুল মান্নান, মনির হোসেন জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম দুলাল, মো. মহিম, শ্রমিকলীগ নেতা মো. খোকন, যুবলীগ নেতা শেখ শাহীন, মিজানুর রহমান চৌধুরী, রাজু দেবনাথ, মো. সায়েম, ইঞ্জিনিয়ার জাবেদ হোসেন রাজু, মো. নাসির, মো. আক্তার, মো. বেলাল, মো. বাবুল প্রমুখ।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : স্বেচ্ছাসেবক লীগ মহানগরের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ২নং গেইট জয়বাংলা চত্বরে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, মো. সিরাজুল ইসলাম, আশরাফ উদ্দিন শাহীন, মোহসীন মোরশেদ টিপু, মোহাম্মদ আলী চৌধুরী, মো. খুরশিদ হাসান, আলী সরওয়ার, জাকির হোসেন, কামরুল আলম, সাইফুদ্দিন বাবুল, যীশু নাথ, আব্দুর নূর, আব্দুর রাজ্জাক বাবু, মাইনুদ্দিন চৌধুরী ঈমন, দোলন বৈষ্ণব, এম কে আলম বাসেদ, হারুনুর রশিদ বাপ্পি, সন্‌িজব দাশ প্রমূখ।
বাঁশখালী আইনজীবী সমিতি : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালী আইনজীবী সমিতির উদ্যোগে সম্প্রীতি র‌্যালি ও সমাবেশ গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। বাঁশখালী আদালত ভবন থেকে শুরু হয়ে র‌্যালি প্রধান সড়কের বিভিন্ন স্থানে ঘুরে উপজেলা পরিষদের সামনে ও আদালত ভবনের সামনে সমাবেশ করে সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান। অ্যাডভোকেট মুহাম্মদ দিদারুল আলমের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন-অ্যাডভোকেট দীপংকর দে, অ্যাডভোকেট নুরুল আবছার, অ্যাডভোকেট দিলীপ কুমার দাশ, যতীন্দ্র লাল সুশীল, অ্যাডভোকেট আ ন ম শাহাদাত আলম, অ্যাডভোকেট আবদুল খালেক, অ্যাডভোকেট তকছিমুল গণি ইমন, দিলীপ কান্তি সুশীল, মুহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট মুহাম্মদ নাছের, অ্যাডভোকেট সাইফুদ্দিন, নাজমুল আলম চৌধুরী, অ্যাডভোকেট শ্রীকন্ঠ বিশ্বাস, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট শওকত ইকবাল চৌধুরী, লুৎফুল হায়দার চৌধুরী, জোবেদ মাহমুদ চৌধুরী, সাামশুল ইসলাম হেলাল, জাহাঙ্গীর আলম, আবদুর রহমান মুন্সি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে সম্প্রীতি সমাবেশ আজ
পরবর্তী নিবন্ধওমানে মুজিব শতবর্ষ উদযাপন