সবাইকে নিষেধ করে আমেরিকা নিজে ৪৩ শতাংশ বেশি তেল কিনছে রাশিয়া থেকে

| রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

আমেরিকা অন্য দেশগুলিকে রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল কিনতে নিষেধ করেছিল। কিন্তু এখন তারা নিজেরাই মস্কো থেকে সস্তায় বিপুল তেল কিনছে! মস্কোর এমন দাবিতে বিশ্ব জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।
ইউক্রেনের উপর বর্বরোচিত হামলার অপরাধে রাশিয়াকে সামাজিকভাবে বয়কট করার ডাক দিয়েছেন আমেরিকার রাজনীতিবিদরা। সে দেশের বিভিন্ন সংস্থা রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। রাশিয়ার উপর একের পর এক কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর প্রক্রিয়াও শেষ। গোটা বিশ্বের কাছে আমেরিকার আহ্বান, রাশিয়া থেকে কাঁচা তেল কেনা বন্ধ করে পুতিনের দেশের উপর চাপ বাড়ানো ছাড়া আর উপায় নেই। এই পরিস্থিতিতে রাশিয়া কাঁচা তেলের দাম কমিয়ে দিয়েছে।
রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি মিখাইল পাপোভ বলেন, যে আমেরিকা গোটা বিশ্বকে রাশিয়াকে সব রকম ভাবে বয়কট করার ডাক দিচ্ছে, তাদের কারবারটা আমাকে বলতে দিন। রাশিয়া থেকে তেল আমদানি কিন্তু থামায়নি, উল্টে গত কয়েক সপ্তাহ ধরে এত দিন যতটা পরিমাণ তেল আমেরিকা কিনত, তার চেয়ে ৪৩ শতাংশ অতিরিক্ত কাঁচা তেল কিনছে। যা প্রায় এক লক্ষ ব্যারেল। শুধু তাই নয়, খনিজ সারকে অত্যাবশ্যকীয় পণ্যের তকমা দিয়ে আমদানি জারি রেখেছে।
রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছে আমেরিকা, এমন খবর মেলেনি। অর্থাৎ, গোটা বিশ্বকে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে নিষেধ করেও নিজে রুশ তেল আমদানি বন্ধ করেনি। ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

পূর্ববর্তী নিবন্ধসংকট মোকাবেলায় ৩০০ কোটি ডলার চায় শ্রীলঙ্কা
পরবর্তী নিবন্ধআচমকা ইউক্রেনে হাজির ব্রিটিশ প্রধানমন্ত্রী মুখোমুখি কথা জেলেনস্কির সঙ্গে