শয্যা ছাড়ার ইচ্ছে না হয়
হাড়কাঁপানো পৌষে
সাত সকালে ধান ভানে তাও
চাষার ঘরের বউ সে।
পা চলে তার ঢেঁকির তালে
করবে পায়েস নতুন চালে
করবে চিতই পাখন পুলি
রাখবে রসে চুবিয়ে
কেমন করে বুঝাই বলো
রস-পিঠে যে খুব ‘ইয়ে’৷
এই শীতে খাই মুড়কি মোয়া
মুখ খুলি যেই বেরোয় ধোঁয়া
উঠোনটাতে রোদ পোহাই আর
জ্বালিয়ে আগুন গা সেঁকি
শীতটা তখন পালায় কোথায়
শীত কাছে আর আসে কি ?
মা বকে তাই মন দি’ পাঠে
যাই বিকেলে খেলার মাঠে
সংগে থাকে আনিস সুজন
বংকু সেন আর কানন দে
আমরা সবাই যাই মজে সেই
শীত বিকেলের আনন্দে ।









