শীতকালীন ক্রীড়ার অ্যাথলেটিক্সে রাইসুল ও নিহা সেরা

| মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫১তম শীতকালীন ক্রীড়া আসরের অ্যাথলেটিক্স ইভেন্টে বালক বিভাগে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের ছাত্র রাইসুল আলম এবং বালিকা বিভাগে রাউজান উপজেলার ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের ছাত্রী নিহা আক্তার সেরা ক্রীড়াবিদ হিসেবে বিবেচিত হয়েছে। রাইসুল আলম ১৫০০ মিটার ও ৮০০ মিটার স্প্রিন্টে এবং নিহা আক্তার ১০০ মিটার স্প্রিন্ট, চাকতি নিক্ষেপ ও দীর্ঘলাফে স্বর্ণ জয় করে এই কৃতিত্ব গড়েন।

দলগতভাবে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীদের কৃতিত্বে নগরীর পাহাড়তলী থানা, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীদের কৃতিত্বে পাঁচলাইশ থানা এবং ঊনসত্তরপাড়া স্কুল, ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন ও মহামুনি এ্যাংলোপালি স্কুলের বদন্যতায় রাউজান উপজেলা অধিকাংশ পদক জয় করে। গতকাল সোমবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু রায়হান দোলন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক এমএ মালেক, মাউশি’র উপপরিচালক ড. গোলাম মাওলা বিশেষ অতিথি ছিলেন। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্ণেল মুজিবুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।

পূর্ববর্তী নিবন্ধঅসুস্থ সাবেক ফুটবলার শফির পাশে চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি
পরবর্তী নিবন্ধঅভিমানে ফুটবল ছাড়ার ঘোষণা সাফজয়ী আনুচিং মগিনির