শিক্ষার্থীদের ভালো মানুষরূপে গড়ে তুলতে হবে

ফটিকছড়িতে পুরস্কার বিতরণীতে বক্তারা

| সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

শহীদ হালিমলিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ফটিকছড়ি দক্ষিণ জোনের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৭ আগস্ট নানুপুর লায়লা কবির কলেজের রফিকুল আনোয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিচালক আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। তিনি বলেন, সন্তানদেরকে আদরে শাসনে সত্যিকার মানুষরূপে গড়ে তুলতে হবে অভিভাবকদেরকে। শুধু পরীক্ষায় কৃতিত্ব বা সেরা ফলাফল অর্জনই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হতে পারে না। কেবল পরীক্ষায় কৃতিত্ব অর্জনের দিকে না ছুটে প্রতিটি শিক্ষার্থীদেরকে ভালো মানুষরূপে গড়ে তোলার দিকে দৃষ্টি দিতে হবে অভিভাবকদেরকে।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিজন কুমার শীল। প্রধান বক্তা ছিলেন শহীদ হালিমলিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া। বিশেষ বক্তা ছিলেন স্মৃতি বৃত্তি চট্টগ্রাম উত্তর জেলার সহসমন্বয়ক রবিউল হোসেন সুমন। নজিবুল হক আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের অধ্যাপক মীর মুহাম্মদ আবদুর রহিম মুনিরী, জাহানপুর আমজাদ আলী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মুহাম্মদ মফিজুর রহমান, নানুপুর মাতৃসদন হাসপাতালের প্রশাসনিক ডিরেক্টর মুহাম্মদ হাসান মুন্সি, কাজী আজিম উদ্দীন, মাওলানা মঈন উদ্দীন, হোসেন উদ্দীন, আলমগীর হোসেন মামুন, আব্দুল মোতালেব পারভেজ, শহীদু্‌ল্লাহ কায়সার, মাওলানা শাহাদাত হোসেন, তারেক আলম, আবদুর রহমান বাবর, সাইফুল ইসলাম সোহেল, হাসান উদ্দীন কুতুবী, গোলাম হোসেন বাপ্পি, ফরহাদুল ইসলাম, মুহাম্মদ আরমান, নওশাদ হোসেন তুহিন, আলাউদ্দীন, ওমর ফারুক, মিজানুর রহমান মুন্না, সৌরভ হোসেন, আশরাফ উদ্দীন, ইউসুফ রায়হান, আলী হোসেন জিসান প্রমুখ। পরে বৃত্তিপ্রাপ্তদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযারা দলীয় কার্যলয়ে তালা ঝুলায় তারা জিয়ার আদর্শে বিশ্বাসী হতে পারে না
পরবর্তী নিবন্ধধর্মঘট থেকে সরে এলেন রেলকর্মীরা