নগরীর পাহাড়তলী লোকোশেডে ট্রাকভর্তি রেলের স্লিপার কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠগুলো কার তা শনাক্ত করতে পারেনি আরএনবিসহ সংশ্লিষ্ট দপ্তর। তবে ধারণা করা হচ্ছে, পূর্বাঞ্চলের বিভিন্ন রেল রুট থেকে কাঠগুলো চুরি করে তা ট্রাকে ভরে পাহাড়তলী লোকোশেডে জমা করা হচ্ছিল। এছাড়াও পাহাড়তলী সিটি ব্যাংকের পাশে আরো প্রায় চার ট্রাক সমপরিমাণ কাঠের খোঁজ মিলেছে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। গত বৃহস্পতিবার রাতে পাহাড়তলী লোকোশেডে স্লিপার ভর্তি ট্রাকটি আটক করা হয়।
রেলের একজন কর্মচারী পূর্বাঞ্চলের রেলের বিভাগীয় প্রকৌশলী–১ এম এ হাসান মুকুলকে বিষয়টি জানালে তিনি ট্রাকটিকে আটক করার নির্দেশ দেন। পরে সকালে ঘটনাস্থলে গিয়ে দেখেন, ট্রাকভর্তি রেলের পুরাতন স্লিপার কাঠ। যেগুলো ভাটিয়ারি এলাকা থেকে ভর্তি করে এখানে নিয়ে আসা হয়। তবে এখনো পর্যন্ত এটির সঙ্গে কারা জড়িত, তা বের করা সম্ভব হয়নি। এদিকে শুক্রবার সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবি কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পাহাড়তলীর পরিদর্শক ইসরাঈল মৃধা বলেন, ট্রাকভর্তি কাঠ জব্দ করার পর অভিযান চালিয়ে পাহাড়তলী সিটি ব্যাংকের পাশে আরও প্রায় চার ট্রাক সমপরিমাণ কাঠের খোঁজ পাওয়া গেছে। এগুলোর সঙ্গেও কারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ব্যাপারে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।