লিবারেশন ডকফেস্ট চট্টগ্রাম-২০২২ শুরু

প্রদর্শিত হচ্ছে দেশ-বিদেশের মুক্তিযুদ্ধ ও মানবাধিকার বিষয়ক চলচ্চিত্র

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৮:৫৭ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধ জাদুঘর ও থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উৎসবের উদ্বোধন হয়েছে চট্টগ্রামে। ‘লিবারেশন ডকফেস্ট চট্টগ্রাম-২০২২’ নামে গতকাল বৃহস্পতিবার এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রফেসর ড. অনুপম সেন। এসময় তিনি বলেন, আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা হল মুক্তিযুদ্ধ। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে চলচ্চিত্রের ভূমিকা অনবদ্য।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ফিল্ম সেন্টারের উপদেষ্টা মফিদুল হক বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি প্রসারে লোকাল মানুষরা সবসময়ই সহযোগিতা করে। এই কর্মকাণ্ডের বড় একটা দিক হচ্ছে বার্ষিক ইন্টারন্যাশনাল ডকু ফিল্ম ফেস্টিভ্যাল। যেটা সেগুনবাগিচায় শুরু হয়েছিল। এই জাদুঘর জনগণের প্রতিষ্ঠান। এখন থেকে প্রতিবছর চট্টগ্রামে এই অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক আহমেদ ইকবাল হায়দার, ফেস্টিভ্যাল ডিরেক্টর তারেক আহমেদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লিবারেশন ডকফেস্ট চট্টগ্রামের কো-অর্ডিনেটর রফিকুল আনোয়ার রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন ফেস্টিভ্যাল প্রোগ্রামার শরিফুল ইসলাম শাওন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নির্মাতা রফিকুল আনোয়ার রাসেল পরিচালিত ও মুক্তিযুদ্ধ জাদুঘর প্রযোজিত প্রামাণ্যচিত্র ‘এ ম্যান্ডেলিন ইন এঙাইল’ প্রদর্শিত হয়। আগামীকাল শনিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব আজাদী সম্পাদক এম এ মালেক।

চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসবে অনুষ্ঠিত হচ্ছে ‘এঙপোজিশন অব ইয়াং ফিল্ম ট্যালেন্ট চটগ্রাম-২০২২’ শীর্ষক নির্মাণ কর্মশালা। গতকাল থেকে শুরু হওয়া এই কর্মশালায় অংশ নেন ১৮ জন তরুণ চলচ্চিত্র নির্মাতা। কর্মশালার প্রথম দিন উপস্থিত ছিলেন লিবারেশন ডকফেস্ট চট্টগ্রামের ফেস্টিভ্যাল প্রোগ্রামার শরীফুল ইসলাম শাওন, ফেস্টিভ্যাল ডিরেক্টর তারেক আহমেদ, প্রামাণ্যচিত্র নির্মাতা দিলারা বেগম জলি, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের পরিচালক আহমেদ ইকবাল হায়দার এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও গবেষক মফিদুল হক।
এছাড়াও অনুষ্ঠানে কাটিরহাট উচ্চবিদ্যালয় আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। তারা ‘এঙপোজিশন অফ ইয়াং ফিল্ম ট্যালেন্ট ২০২২ চট্টগ্রাম’ শীর্ষক এক মিনিটের চলচ্চিত্র মোবাইল ব্যবহার করে নির্মাণ করেন। তাতে স্থানীয় পর্যায় থেকে মুক্তিযুদ্ধের নানা অজানা কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়। ছবিগুলো উৎসব চলাকালীন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে প্রতিদিন সকাল ১১টায় দেখানো হবে।
এছাড়াও আয়োজনে রয়েছে একটি মোবাইল মিউজিয়াম যা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এই উৎসব চলবে ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। থিয়েটার ইনস্টিটিউটে প্রতিদিন সকাল ১১টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় দেশ-বিদেশের ২০টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপূজা চেরি প্রসঙ্গে মুখ খুললেন শাকিব খান
পরবর্তী নিবন্ধআপিলে টিকে গেলেন কর্ণফুলীর তিন ভাইস চেয়ারম্যান প্রার্থী