লটারিতে প্রায় ৩ কোটি টাকা জিতলেন দুবাই প্রবাসী বাংলাদেশি

| মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জনপ্রিয় মাহজুজের র‌্যাফল ড্রতে মোহাম্মদ নামে এক প্রবাসী বাংলাদেশি ১০ লাখ দিরহাম পুরস্কার জিতেছেন, যা বাংলাদেশি প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকার সমান।

মাহজুজের এই র‌্যাফল ড্র প্রতি সপ্তাহেই অনুষ্ঠিত হয়। এতে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন পুরস্কার। সবশেষ গত শনিবার ১২১তম র‌্যাফল ড্র করেছেন মাহজুজ। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে এক ব্যক্তি মিলিয়নিয়ার (১০ লাখ দিরহাম বিজয়ী) হন। সে পুরস্কারই জিতেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ। তিনি তৃতীয় ব্যক্তি হিসেবে ১০ লাখ দিরহাম লটারি জিতেছেন। খবর বাংলানিউজের।

জানা গেছে, প্রতি সপ্তাহের শনিবার রাত ৯টায় মাহজুজের র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। ৩৫ দিরহাম (১ হাজার টাকা) দিয়ে মাহজুজের এক বোতল পানি কিনে সাপ্তাহিক এ র‌্যাফল ড্রতে অংশ নেওয়া যায়। এ ড্রতে একজন বিজয়ী নিশ্চিতভাবে ১০ লাখ দিরহাম পেয়ে থাকেন, আর শীর্ষ পুরস্কারের মূল্য ২০ লাখ দিরহাম।

এ সপ্তাহে নতুন শীর্ষ পুরস্কার দুই কোটি দিরহামের কোনো দাবিদার পাওয়া যায়নি। দ্বিতীয় পুরস্কারের জন্য যে পাঁচটি নম্বর দেওয়া হয়েছিল, তার সঙ্গে মিল পেয়েছেন ১০ জন অংশগ্রহণকারী। পুরস্কার বাবদ পাওয়া দুই লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখ ২৯ হাজার টাকা) তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন। পুরস্কারের জন্য ঘোষিত আরও ৫টি নম্বরের সঙ্গে মিল পেয়েছেন ১ হাজার ৫২ জন অংশগ্রহণকারী। তারা প্রত্যেকে ২৫০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার টাকা করে পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধতেল, চিনি, মাংসের দাম আন্তর্জাতিক বাজারের চেয়েও বেশি : সিপিডি
পরবর্তী নিবন্ধস্বাধীনতার প্রেক্ষাপট আমরা ভুলে যাচ্ছি : খসরু