রয়েল বাংলা সুইটসকে লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৩:৪১ পূর্বাহ্ণ

নগরের একটি হোটেল ও ১৬ ব্যবসায়ীকে ১ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ফুটপাতে মালামাল রেখে ব্যবসা এবং রাস্তার উপর অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের জন্য এ জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার পরিচালিত পৃথক এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে বাটালী রোড রয়েল বাংলা সুইটস হাউসের কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর, নোংরা, ফ্রিজে রান্না করা ও কাঁচা মাংস একসাথে সংরক্ষণ করা, কর্মচারীদের হেলথ ফিটনেস সনদ না রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাটালী রোড ও জুবিলী রোডের ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী, দোকানের মালামাল রেখে এবং রাস্তা উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে যান ও জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চারজনের বিরুদ্ধে মামলা করে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অপর অভিযানে ২ নং গেট থেকে বায়েজিদ বোস্তামী মাজার গেট পর্যন্ত রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাখার দায়ে ১২ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপিপির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নারী পুলিশ সদস্যের
পরবর্তী নিবন্ধহেনস্তা ও হুমকির পাল্টাপাল্টি অভিযোগ