কর্ণফুলী উপজেলার দেয়াং পাহাড়ে দারুল উলুম মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে রোটারী ক্লাব অব মেট্রোপলিটন চিটাগংয়ের বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান উজ্জ্বল বড়ুয়া নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যক্ষ জসিম উদ্দীন খানকে দায়িত্ব হস্তান্তর করেন।
এতে অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্নর রুহেলা খান চৌধুরী ও ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট (২০২২–২৩) এর মো. মতিউর রহমান, রোটারিয়ান ডা. মঈনুল ইসলাম মাহমুদ, রোটারিয়ান জাহেদা মিতা, রোটারিয়ান মোখলেসুর রহমান, রোটারিয়ান পিপি ওয়াহেদ উজ্জামান চৌধুরী, পিপি কফিল উদ্দিন মাহমুদ রিপন,
এস এ মজুমদার সোহেল, মো. সিরাজুদ্দৌলা, পিপি মীর মোতাহের হোসেন, মো. জাভেদুর রহিম, নাসিরউদ্দীন মজুমদার, ফজলুল করিম চৌধুরী, এডভোকেট মধুসূধন দাশ, ফরিদুল আলম, ফারুক আহমেদ, মো. এলিন বিন ইউনুস, সৈয়দ আব্দুল কাদের জিলানী, জামাল শফি বনি, মো. দুলাল হোসেন, মুহিদুল হক,
শামীম ফাতেমা, আফিয়া হাসান মীরা, হাসিনা ইসলাম মলি, সুরাইয়া হোসেন রাশেদা আক্তার, শারমিন ফাইজি, ফজিলাতুন্নেছা ডলি ও রোটারিয়ান পরিবারবর্গহ গণ্যমান্য অতিথিগণ। প্রেস বিজ্ঞপ্তি।










