রিশাদের ধারাবাহিকতা নিয়ে আশাবাদী মুশতাক

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:৪৭ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেট শিকার করে প্রায় একাই ম্যাচ জিতিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তরুণ এই স্পিনারের এমন দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। দ্বিতীয় ওয়ানডের আগে প্রেস কনফারেন্সে এসে রিশাদের প্রশংসায় পঞ্চমুখ এই পাকিস্তানি কোচ। মুশতাক বলেন সত্যি বলতে পাঁচ উইকেট নেওয়া ততটা সহজ নয় । কখনও কখনও বেশি চাপের মধ্যে থাকতে হয়। কারণ আপনাকে সেরাটা দিতে হবে। একজন তরুণ লেগস্পিনার হিসেবে আপনি নার্ভাস হতে পারেন। কিন্তু কোচিং দৃষ্টিকোণ থেকে আমার কথা হলো ধরে খেলা। এই পিচগুলো কখনও আপনাকে আরাম দেবে না। তাই কমফোর্ট জোন এবং প্রক্রিয়া থেকেই বের হয়ে আসতে হবে। রিশাদের ধারাবাহিকতা নিয়েও আশাবাদী মুশতাক। তিনি বলেন শতভাগ আমি বিশ্বাস করি রিশাদ টেস্ট খেলবে। শেষ চার ইনিংসে, বিশেষ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে যেভাবে বল করেছে তাতে আমি খুবই খুশি। আমি বিশ্বাস করি ও টেস্ট ক্রিকেটেও ভালো করবে। একজন লেগস্পিনার হিসেবে ওর মধ্যে জেনুইন প্রতিভা আছে। এখন শুধু নিজের প্রক্রিয়াটা ঠিকভাবে ধরে রাখতে হবে। রিশাদের মানসিক দৃঢ়তার দিকটিও তুলে ধরেছেন মুশতাক আহমেদ। তিনি বলেন টেস্ট ক্রিকেটের জন্য রিশাদ খুব ভালো হতে পারে। কিন্তু তাকে ভালোভাবে প্রস্তুত করে সেই জায়গায় আনতে সময় লাগবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে বাংলাদেশ শিবিরে জোর প্রস্তুতি চলছে। অনুশীলনে স্পিনারদের আরও ম্যাচসুলভ পরিবেশে আনতে চাইছেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। নেটে ব্যাটসম্যান ও বোলারদের জন্য বাস্তব পরিস্থিতি তৈরি করাকেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন এই পাকিস্তানি কোচ। তিনি বলেন আমরা নেটের অনুশীলনকে ম্যাচের পরিবেশের খুব কাছাকাছি আনতে চাই। ব্যাটসম্যানদের জন্য কিভাবে সিঙ্গেল নিতে হয়, সেই অনুভূতি পাওয়া খুব জরুরি। এজন্যই স্পিনাররা ফিল্ড পজিশন সেট করে বল করছে। যেন ম্যাচের মতো পরিস্থিতি তৈরি হয়। তিনি বলেন প্রক্রিয়া ভুলে গেলে চলবে না। প্রক্রিয়াই সব। উইকেট পেতে হলে ভালো বল করতে হয়। কিন্তু শুধু ভালো বোলিং নয় ঘোরানো পিচে আমার বক্তব্য সহজ, ভালো বোলিং করো উইকেট আসবেই। তোমার কৌশল মনে রাখো এবং বিশ্বাস রাখো।

পূর্ববর্তী নিবন্ধথাইল্যান্ডে লড়াকু ফুটবল খেলতে চান কোচ বাটলার
পরবর্তী নিবন্ধসাড়ে তিন মাস পর ম্যাচ খেলতে যাচ্ছে নারী ফুটবলাররা