রাঙ্গুনিয়ার বিভিন্ন নির্বাচনী এলাকায় চলছে প্রার্থীদের জোর প্রচারণা। তবে বেশকিছু এলাকায় আচরণবিধি লঙ্গনের অভিযোগও রয়েছে। গাড়িতে একাধিক মাইক বেধে প্রচারণা, নির্বাচনী ক্যাম্পে আলোকসজ্জা, রঙ্গিন প্রতীক বানিয়ে ক্যাম্পে স্থাপন এবং বিভিন্ন স্কুল, কলেজের দেয়ালে পোস্টার লাগিয়ে অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি করা, ঢাক-ঢোল পিটিয়ে মিছিল করাসহ নির্বাচনী আচরণবিধি মানছেন না একাধিক প্রার্থী। চন্দ্রঘোনা জিয়ামার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, চন্দ্রঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দেয়ালজুড়ে লাগানো হয়েছে পোস্টার। বাইরের দেয়ালের চাইতে স্কুলের ভিতরের দেয়ালের পরিস্থিতি আরও ভয়ানক। কোথাও তিল পরিমাণ জায়গা নেই। দেয়ালজুড়ে পোস্টার আর পোস্টার। একই অবস্থা দেখা যায় কোদালা ইউনিয়নের বিভিন্ন অলিগলিতেও। এই ইউনিয়নে গাড়িতে অতিরিক্ত মাইক বেধে প্রচারণা করতেও দেখা গেছে। হোসনাবাদের নিশ্চিন্তাপুরে দেখা যায়, প্রার্থীরা প্রতিটি নির্বাচন ক্যাম্পেই আলোকসজ্জা করে সাজিয়েছেন।
দক্ষিণ রাজানগরে ঢাক-ঢোল পিটিয়ে মিছিল করতে দেখা গেছে। তবে আচরণবিধি লঙ্গন ঠেকাতে মাঠে অভিযান চালিয়ে যাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী। তিনি জানান, দক্ষিণ রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে পোস্টার লাগানোর দায়ে ৫ প্রার্থীকে ১০ হাজার টাকাসহ গত কয়েকদিনে ১৩ প্রার্থীর প্রচারণাকালে আচরণবিধি লঙ্গনের দায়ে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বেশ কিছু মাইকও জব্দ করা হয়েছিল। অভিযান চলমান থাকবে।












