রাঙ্গুনিয়ায় চোরাই মোবাইলসহ চোর চক্রের দুই মহিলা শনাক্ত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:৪৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় চোর চক্রের দুই মহিলা সদস্যকে সাতটি মোবাইলসহ আটক করেছে স্থানীয়রা। তারা হলেন হোসনাবাদ নিশ্চিন্তাপুর হাজ্জেরটিলা গ্রামের জনৈক আমিরুল ইসলামের মেয়ে হাসিনা বেগম (৪৫) ও নোয়াখালী জেলার মিনা আক্তার (৪০)। গতকাল শনিবার বিকালে চন্দ্রঘোনা বনগ্রাম হাফেজ পাড়ায় তাদের শনাক্ত করলে টানা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ঘটনাটি শিকার করে এবং মুঠোফোনগুলো বের করে দেয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়।

জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বনগ্রাম আজিজনগর এলাকায় প্রবাসী আবু সৈয়দের বাড়িতে গত শুক্রবার দুপুরে বোরকা পরিহিত এক মহিলা কৌশলে প্রবেশ করে দুটি মোবাইল ও স্বর্ণের কানের দুল নিয়ে যায়। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে এলাকাবাসী চোরদের সনাক্ত করে গতকাল বিকালে বনগ্রাম হাফেজ পাড়ায় গ্রাম পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। বনগ্রাম আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, চোর চক্রের দুই মহিলাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, বিভিন্ন বাসা বাড়িতে অভিনব কায়দায় চুরি করেন। তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের সাতটি মোবাইল জব্দ করা হয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, চোর চক্রের দুই মহিলাকে জনতা আটক করেছে শুনেছি। কিন্তু তাদের ব্যাপারে ভুক্তভোগী কিংবা এলাকাবাসী থানায় অবহিত করেনি।

পূর্ববর্তী নিবন্ধবসুন্ধরায় গোপন বৈঠক আদালতে আওয়ামী লীগ নেতার দোষ স্বীকার
পরবর্তী নিবন্ধগণছুটি স্থগিত, কাজে ফিরেছেন রাঙ্গুনিয়ার ৭৩ বিদ্যুৎকর্মী