রাউজানে বন্যায় ১০৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১:০৩ অপরাহ্ণ

রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বর্ষা জনিত সৃষ্ট বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকা থেকে পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।

কয়েক দিনের টানা বৃষ্টির সাথে পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে তলিয়ে গিয়েছিল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড। ঢলের স্রোতের তীব্রতায় অধিকাংশ রাস্তাঘাট ছোট ছোট কালভার্ট ধসে গেছে। নোয়াপাড়া সড়ক সেকশন১ এর দুই পাশে থাকা বড় বড় রেইনট্রি গাছ সমূলে উপড়ে পড়ে অন্তত ৮ টি স্থানে সড়ক পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা যায় কয়েক হাজার হেক্টর আমন চারা ও বীজতলা পানির চাপে তলিয়ে গেছে। উপজেলা ও পৌর এলাকায় ঘুরে দেখা গেছে পানির স্রোতে বহু রাস্তা ধসে গেছে। বিধবস্ত হয়ে যাওয়া এসব রাস্তায় পায়ে হেঁটে চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়েছে। ভেঙ্গে গেছে অনেক কালর্ভাট। সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে হালদা ও কর্ণফুলী নদীর তীরবর্তী উরকিরচর, নোয়াপাড়া,পশ্চিম গুজরা, বিনাজুরী, বাগোয়ান ও পাহাড়তলী ইউনিয়নের রাস্তাঘাট ও কৃষিখাতের ক্ষয়ক্ষতি ব্যাপক। এছাড়া উত্তারাংশের ডাবুয়া, চিকদাইর, নোয়াজিশপুর,গহিরা ও পৌর সদরের উপর দিয়ে বয়ে যাওয়া খাল সর্তা, ডাবুয়া, বেরুলিয়া, খাসখালী হয়ে নেমে আসা পাহাড়ি ঢলে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। কোনো কোনো স্থানে খালের পাড় ভেঙ্গে কৃষি খামার তছনছ হয়ে গেছে। পৌরসভার ৯ টি ওয়ার্ড ও ইউনিয়নের ক্ষয়ক্ষতি নিরূপন করার দায়িত্বশীলদের দেয়া তথ্যানুসারে ক্ষয়ক্ষতির পরিমান ১০৮ কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধচসিক শিক্ষক সমিতির সাধারণ সভা
পরবর্তী নিবন্ধ‘নিরাপদ জনজীবনের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ’