খোকা !
তোমায় আজ দেব ধাঁধা
না পারলে বলবো গাধা,
বোকা !
বলো তো সেই লোকটি কে ?
‘গীতাঞ্জলি‘ গ্রন্থ লিখে
নোবেল পেয়েছে !
দিচ্ছি আরো সহজ করে
সূর্য আলো ঠিকরে পড়ে
সেই লোকটির নামে —
দেখতে তিনি দাদুর মতো
গান লিখেছেন শত শত
মনন–মেধার ঘামে !
আহসানুল হক | বুধবার , ১০ মে, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ
