যৌতুকের জন্য নির্যাতন

| বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৯:১৯ পূর্বাহ্ণ

যৌতুকের বিরুদ্ধে দেশে কড়া আইন থাকলেও জনসচেতনতার অভাবে এই অভিশাপের কবল থেকে রেহাই মিলছে না।
সমাজের দরিদ্র ও নিরক্ষর অংশের মধ্যে যৌতুক জনিত নির্যাতনের ঘটনা বেশী। মনুষ্য চেহারার যৌতুকলোভী ঘৃণ্য জীবেরা যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে মারাসহ সব ধরনের নির্মমতা দেখিয়ে আসছে। আমরা মনে করি যৌতুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। এ ব্যাপারে স্থানীয় সরকার সদস্যদের দায়বোধের মধ্য নিয়ে আসার বিষয়টিও ভাবা যেতে পারে।
নজরুল ইসলাম অপু, বহদ্দারবাড়ি, বহদ্দারহাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধপল্লীগীতির যুগস্রষ্টা শিল্পী আব্বাসউদ্দীন আহমদ
পরবর্তী নিবন্ধমমতার বার্ষিক সাধারণ সভা