যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি

সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই

| মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৪:৩৮ পূর্বাহ্ণ

২০২৩ সালে হজের জন্য সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বাংলাদেশ। গতকাল সোমবার সৌদি আরবের জেদ্দায় এই চুক্তি সই হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। খবর বাংলানিউজের।

তিনি জানান, চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। করোনার বিধি নিষেধের কারণে গত বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালন করতে পেরেছিলেন। নিয়ম অনুযায়ী এ বছরই বাংলাদেশি সব হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হবে। ফলে সৌদিতে গিয়ে কাউকে আর ইমিগ্রেশনের জন্য বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না। এমনকি যাত্রীদের ব্যাগও সরাসরি চলে যাবে নির্দিষ্ট গন্তব্যে।

পূর্ববর্তী নিবন্ধথানচিতে ভ্রমণে ফের নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধস্বচ্ছ তদন্তের আশ্বাস যুক্তরাষ্ট্র দূতাবাসের