মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। গতকাল সোমবার বিকেলে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যান এবং সেখানে ভর্তি থাকা রোগীদের সার্বিক খোঁজখবর নেন। স্বাস্থ্য কমপ্লেক্সদ্বয়ের কর্তব্যরত চিকিৎসক ও নার্সগণ এ সময় উপস্থিত ছিলেন। ডা. সেখ ফজলে রাব্বি বলেন, দেশের প্রতিটি মানুষকে সরকারি স্বাস্থ্য সেবার আওতায় থাকতে হবে। সে লক্ষ্যে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। মীরসরাই এবং সীতাকুণ্ড স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও মো. নূর উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











