চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীম বলেছেন, মাদকের ছোবল মহা ভয়ংকর, যারা একবার এ মরণ নেশায় পা দিয়েছে তারা শত চেষ্টা করেও আলোর পথে ফিরে আসতে পারে না। তাদের শেষ পরিণতি হয় ভয়াবহ; নানা রোগ-ব্যাধিতে ভোগে তিলে তিলে এগিয়ে যায় মৃত্যুর পথে। আমরা চাই না মাদকে আসক্ত হয়ে পরিবার ও সমাজের আগামী দিনের স্বপ্ন হিসেবে বিবেচিত আমাদের ছাত্র ও যুব সমাজ এ ঘৃণ্য পথে পা দিক। মাদক শুধু ব্যক্তিকে নয় পুরো পরিবারকে শেষ করে দেয়। পাশাপাশি আতংকিত করে তুলে সমাজকে।
বেসরকারি উন্নয়ন সংগঠন মাতৃভূমি ফাউন্ডেশনের সহযোগী সংগঠন স্মার্ট বাংলাদেশ ছাত্র শাখার উদ্যোগে আয়োজিত ‘মাদকের ভয়াবহতা প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শামীল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকিল বিন হাবিবের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন মাতৃভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্মার্ট বাংলাদেশের সদস্য সচিব মো. আনোয়ারুল ইসলাম বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন মাতৃভূমি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী আহসান ইকবাল মঞ্জু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাইনুল রিমন, মো. ফয়েজ চৌধুরী, শিহাব নওরাজ খান, রবিউল ফাহিম, মো. ইসফাক, আকাশ, মো. জারিফ, আয়েশা সিদ্দিকা আইরিন, জয়া, মো. রাফি, ইসরাক মাহমুদ, মো. রামীম, মারুফ চৌধুরী, মো. মীমতাহুল, মাইনুউদ্দিন চিশতি, আতাহার আনোয়ার আদিল, মো. সামি, আলাভী প্রমুখ। সেমিনার শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মাদক গ্রহণ না করার দৃপ্ত শপথবাক্য পাঠ করানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।










