মহাসড়কে তিন চাকার যান বন্ধে অভিযান

সীতাকুণ্ডে ১৭টি সিএনজি টেক্সি ও পাঁচটি ব্যাটারি রিকশা জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:০২ পূর্বাহ্ণ

নিষিদ্ধ তিন চাকার যানবাহন বন্ধে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। অভিযানকালে মহাসড়কে আইন অমান্য করে চলাচল করা ১৭টি সিএনজি টেক্সি ও ৫টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ঢাকাচট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাট ও বড়দারোগারহাট এলাকায় কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি এ অভিযান চালায়।

পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, মহাসড়কে তিন চাকার যানবাহন নিষিদ্ধ হলেও চালকরা তা মানতে নারাজ। তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবাধে চলাচল করছে। আইন অমান্য করে মহাসড়কে চলাচল করা এসব তিন চাকার যানবাহন চলাচল বন্ধে অভিযান চালানো হয়। অভিযানকালে ১৭টি সিএনজি টেক্সি ও ৫টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে।

মহাসড়কে নিষিদ্ধ এসব ত্রিচক্র যান চলাচল বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধভাঙন রোধে ফিরিয়ে আনা হবে ‘ডেইল’
পরবর্তী নিবন্ধসাধনপুরে হাতির হামলা ভেঙেছে দরজা-জানালা খেয়ে গেছে গোলার ধান