মমতার কৃষি ও প্রাণিসম্পদ উপকরণ বিতরণ

| বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বেসরকারি উন্নয়ন সংস্থা মমতার পরিচালিত কৃষি ও প্রাণিসম্পদ ইউনিটের আওতায় সদস্যদের মাঝে কৃষি ও প্রাণিসম্পদ উপকরণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকার এসব উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ।

পিকেএসএফের সহায়তায় পরিচালিত ইউনিটের উদ্যোগে নিরাপদ সবজী চাষ প্রদর্শনী স্থাপনের জন্য ১০ জনকে আর্থিক প্রণোদনা, ৫ জনকে উচ্চফলনশীল বলসুন্দরী কুল চাষের প্রদর্শনী স্থাপনের জন্য চারা, সার ও আর্থিক প্রণোদনা এবং শস্য বিন্যাসের জন্য ধানের বীজ, সার ও আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। এছাড়া প্রাণিসম্পদ ইউনিটের আওতায় ৯ জন খামারিকে হিলি মুরগি প্রদর্শনী স্থাপনের জন্য মুরগির বাচ্চা ও মুরগি পালনের বিশেষ আবাসন প্রদান করা হয়। উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন মমতার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের সহকারী পরিচালক মু. এনামুল হক, মমতার কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ।

মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, সমাজের অর্থনৈতিক উন্নয়নে ও পুষ্টির চাহিদা পূরণের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নের বিকল্প নেই। মমতা মানুষের কল্যাণে বিশেষত, অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে চল্লিশ বছর ধরে কাজ করে আসছে মমতা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে যুব নব দিগন্ত ক্লাবের দেড় যুগ পূর্তি
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ