ভারত ও ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক ব্যাডমিন্টন

| বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ইউনেক্সসানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টনের সিনিয়র পর্যায়ের খেলা মঙ্গলবার শুরু হয়েছে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। ভালোমন্দের মিশেলেই শুরু হয়েছে বাংলাদেশের শাটলারদের মিশন। মঙ্গলবার হওয়া প্রথম রাউন্ডের পুরুষ এককের ৬টি ও দ্বৈতে একটি খেলাতে অংশ নিয়েছিল বাংলাদেশ। জিতেছে এককের তিনটিতে। খন্দকার আবদুস সোয়াদ ২০ সেটে হারিয়েছেন ভারতের লোকেস বাবু রমেশকে। প্রথম গেমে সোয়াদ জিতেছেন ২১১৩ পয়েন্টে, দ্বিতীয় গেম জিতেছে ২১১৪ পয়েন্টে। আল আমিন জুমার ৩১ সেটে হারিয়েছেন ইংল্যান্ডের ওয়াঙ্গ ইহ্যাঙ্গকে। প্রথম দুই গেমে দুইজন জিতলে তৃতীয় গেমে খেলা নিষ্পত্তি হয়। তৃতীয় গেম ১৭৭ পয়েন্টে জিতেছেন বাংলাদেশের জুমার।

পূর্ববর্তী নিবন্ধজেসিআই চট্টগ্রামের নতুন কমিটি গঠন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ভেটারেন ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম মাস্টার্স ক্লাব চ্যাম্পিয়ন