কোপা আমেরিকা কাপের পর আবার মুখোমুখি হয়েছে বিশ্বের দুই জনপ্রিয় দল আর্জেন্টিনা এবং বাজিল। যদিও মাঝখানে দুদল মাঠে নেমেছিল একবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। কিন্তু সে ম্যাচটি পরিত্যক্ত হয়। গতকালের ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ ছিল আজেন্টিনার জন্য। কিন্তু সে ম্যাচটিতে জিততে পারলনা মেসির দল। এই ম্যাচটি জিতলে গতকালই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেতো আর্জেন্টিনার জন্য। তবে ব্রাজিলকে হারাতে না পারলেও পরের ম্যাচে চিলি হেরে যাওয়ায় ব্রাজিলের পর লাতিন আমেরিকান অঞ্চল থেকে আর্জেন্টিনা চলে গেল কাতার বিশ্বকাপে। তাও ৫ ম্যাচ হাতে রেখে। ১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে আট জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। বাকি আটটি দলের সবাই খেলেছে ১৪টি করে ম্যাচ। তিন নম্বরে থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৩। সমান ১৭ করে পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে কলম্বিয়া ও পেরু। ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে চিলি। এই অঞ্চল থেকে শীর্ষ চারটি দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তমহাদেশীয় প্লে অফ। আর্জেন্টিনার সান হুয়ানে অনুষ্টিত ম্যাচে কোন দলই গোলের তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে পুরো সময় খেললেন মেসি। অন্যদিকে দলের সেরা তারকা নেইমারকে ছাড়া ব্রাজিলও বেশ ভুগেছে। হাইভোল্টেজ লড়াইটিতে ফাউল হয়েছে মোট ৪২টি। দু’দলই সমান ২১ বার ফাউল করে। বল দখলে আর্জেন্টিনা একটু এগিয়ে থাকলেও আক্রমণে সমানে-সমানে। দুই দলই গোলের উদ্দেশ্যে সমান ৯টি করে শট নিয়েছে। কিন্তু গোল হয়নি কোন শটে। ১৭ মিনিটে এগিয়ে যেতে পারতো ব্রাজিল। কিন্তু ডি বক্সের সামনে থেকে বল জালে পাঠাতে পারেননি ভিনিসিউস জুনিয়র। ২৪ মিনিটে ডি মারিয়ার পাস থেকে মেসির শট ঠেকিয়ে দেন ব্রাজিল ডিফেন্ডার দানিলো। ৩৩ মিনিটে ব্রাজিলের ডি-বঙের মুখে বল দখলে নিতে গিয়ে মেসি পড়ে গেলে ফাউলের আবেদন করে আর্জেন্টিনা শিবির। তবে রেফারির সাড়া দেননি। প্রথমার্ধে ৪১ মিনিটে এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। তবে ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগো ডি পলের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান ব্রাজিল গোল রক্ষক আলিসন। ৬০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ফ্রেদের শট ক্রসবারে লেগে ফিরে এলে এগিয়ে যাওয়া হয়নি ব্রাজিলের। ১০ মিনিট পর বক্সে ফাঁকায় বল পেয়ে গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন ভিনিসিউস। নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে ভালো একটা সুযোগ পান মেসি। ডি-বঙের মুখ থেকে গোলরক্ষক বরাবর শট নিলে আর গোল পাওয়া হয়নি আর্জেন্টিনার।