ব্যবসাবান্ধব নগরী গড়ে তুলতে কাজ করছি : মেয়র

| মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

সাগরিকা পাইপ ব্যবসায়ী কল্যাণ সমিতির বর্ষপূর্তি অনুষ্ঠানে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম বলেছেন, নগরীকে আধুনিক ও উন্নত রাষ্ট্রগুলোর আদলে ব্যবসা বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। নাগরিক সুবিধা নিশ্চিত করণ, ব্যবসায়ীদের পর্যাপ্ত সুযোগ সুবিধার বিষয়গুলো আমরা দেখছি। তিনি বলেন, পাইপ ব্যবসায়ীদের সকল দাবি আমরা পর্যায়ক্রমে পূরণ করবো। গত ৩০ অক্টোবর সাগরিকা পাইপ ব্যবসায়ী কল্যাণ সমিতির বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র উপরোক্ত কথা বলেন। সমিতির সভাপতি হাজী মোহাম্মদ সামসু উদ্দীন ভূইয়ার সভাপতিত্বে পাহাড়তলীর একটি কমিউনিটি সেন্টারে বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর অধ্যাপক ইসমাইল হোসেন, কাউন্সিলর ড. মো নিছার উদ্দীন আহমেদ মনজু, কাউন্সিলর নুরুল আমীন, কাউন্সিলর জহুরুল আলম জসিম, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. সালামত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিছ খাঁন।
মেয়র আরো বলেন, চট্টগ্রাম হচ্ছে দেশের বাণিজ্যিক রাজধানী। জননেত্রী শেখ হাসিনা দেশের ব্যবসায়ীদের সুযোগ সুবিধার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করছেন। বঙ্গবন্ধু টানেলসহ যোগাযোগ ব্যবস্থায় সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তন রোধে আর্থ ওয়ার্ক ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধটেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক