বেলকনির ফলস ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের বেলকনির ফলস ছাদ ধসে হেলাল উদ্দিন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রশিদের পাড়া শাহ ছমিউদ্দিন মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন কঙবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কামাল উদ্দিনের পুত্র ও ৩ সন্তানের জনক।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বহুতল ভবন নির্মাণ করছিলেন। ঘটনারদিন সকালে শ্রমিক হেলাল উদ্দিন ভবনের ৪র্থ তলায় বেলকনির ফলস ছাদের সাটারিং খোলার কাজ করার সময় ধসে পড়ে। এ সময় ফলস ছাদের চাপায় তার মৃত্যু হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন ভবনে বেলকনির সাটারিং খুলতে গিয়ে ফলস ছাদ ধসে পড়ে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাকসুতে নির্বাচিতদের গ্যাজেট প্রকাশ, শপথ কাল
পরবর্তী নিবন্ধটেকনাফে মানবপাচারকারীর আস্তানায় অভিযান, উদ্ধার ৬