বৃক্ষমেলায় ভেঙে পড়েছে গাছ

ধসে পড়ল প্রবর্তক সংঘের দেয়াল

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ আগস্ট, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

বৈরী আবহাওয়ায় গতকাল নগরের সিআরবি ও ডিসি হিলের পাশে পৃথক দুইটি গাছ ভেঙে পড়েছে। তবে এতে কেউ হতাহত হননি। এছাড়া ভারী বর্ষণে প্রবর্তক সংঘের দেয়ালের প্রায় বিশ ফুট অংশ ধসে পড়ে। সেখানেও কেউ হতাহত হননি। প্রবর্তক সংঘের সেক্রেটারি ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস দেয়াল ধসের বিষয় নিশ্চিত করে আজাদীকে বলেন, বৃষ্টি বন্ধ হলেই দেয়ালটি ঠিক করে ফেলা হবে।

এদিকে সকালে সিআরবিতে চলমান বৃক্ষমেলায় ভেঙে পড়েছে গাছ। এতে মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলের ক্ষতি হয়। এছাড়া পানি জমে যায় মেলা প্রাঙ্গণ। মেলায় অংশ নেওয়া জান্নাত শপ ডট সিটিজির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আততাওয়াবুল ইসলাম আজাদীকে জানান, স্টলের অনেক ক্ষতি হয়েছে। গাছের চারা নষ্ট হয়েছে।

এদিকে সকাল ৯টার দিকে ডিসি হিলের পাদদেশে বৌদ্ধমন্দির সড়কে শতবর্ষী একটি অশ্বত্থগাছ ভেঙে পড়ে বৌদ্ধমন্দির সড়কের ওপর। এতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পড়ে ফায়ার সার্ভিস এসে গাছটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।

পূর্ববর্তী নিবন্ধজুরাছড়ি ও বরকল উপজেলা ৩ দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধকবি মোহাম্মদ রফিকের চিরবিদায়