বিশাখা সমাচার

শাহীন মাহমুদ | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:৪০ পূর্বাহ্ণ

বিশাখা নক্ষত্র আজ

শুধু করে পারাপার

আগুনের পুদিনা শরীর

বৈশাখী ক্ষ্যাপা সংসার।

বিশাখা আধপেটা ঘুমে

মানুষের গল্প বুনে রোজ

তস্কর প্রতি রাতে আসে

জ্যেষ্ঠের হাটে পরে খোঁজ।

বিশাখার রূপান্তর ঘটে

মুক্তবুদ্ধির এক যোনিমুখ

ঘুমঘোর হাটে রোজ

বিশাখা নিলামে উঠে

হাবলংগের বাজারে বসে

দশ গরু খাবারের ভোজ।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধনদীর জলে উল্টো ছায়া