বিআইটিআইডি হাসপাতালের আইসিইউ প্রধান সপরিবারে করোনাায় আক্রান্ত

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইনস্টিটিইউ অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) প্রধান মামুনুর রশীদ সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। স্ত্রী কানিজ ফাতেমা (৪০), ছেলে আবরার বিন মামুন (১৭), আহরার বিন মামুন (৭) বাসায় চিকিৎসা নিচ্ছেন। গত শুক্রবার তাদের পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ আসে।
বৃহস্পতিবারে তিনিসহ পরিবারের চার সদস্যের নমুনা দেন। মামুনুর রশীদ হাসপাতালটির ইনফেকশাস ডিজিজেজ ও ট্রফিক্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক। হাসপাতালটির করোনা ইউনিটে করোনা চিকিৎসা (আইসিইউসহ), করোনার আরটিপিআর পরীক্ষা, টিকা কার্যক্রম চলছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু সাহিত্য একাডেমির সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধ‘সিআরবিতে হাসপাতাল : সবুজ ভূখণ্ড নিশ্চিহ্নের পাঁয়তারা প্রতিহত করুন’