বাজেটে প্রতিবন্ধীদের ভাতা দুই হাজার টাকা ও চাকরিতে ৭ দাবি উত্থাপন

| বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

২০২২-২৩ অর্থবছরের বাজেটে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ২০০০ টাকা এবং চাকরিতে সমঅধিকারসহ ৭ দফা দাবিতে গতকাল বুধবার চেরাগী পাহাড় মোড়ে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বি-স্ক্যানের সভাপতি সাবরিনা সুলতানা। কৃষ্টির সাধারণ সম্পাদক তাসনিন সুলতানা নীলার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত সংগঠনসমূহের নেতৃবৃন্দ। শুরুতে লিখিত বক্তব্য ও ৭ দফা দাবি উত্থাপন করা হয়।
বক্তারা বলেন, ২০০৫-০৬ সাল থেকে বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতার প্রচলন করেন। সর্বশেষ নিবন্ধিত প্রতিবন্ধী মানুষের সংখ্যা ২৫ লক্ষ ১৪ হাজার ৯৯০ জন হলেও ২০২১-২২ অর্থবছরে মোট ২০ লক্ষ ৮ হাজার মানুষ মাসে ৭৫০ টাকা করে ভাতা পাচ্ছে। সরকারের বিভিন্ন পরিকল্পনায় ভাতা বৃৃদ্ধির কথা উল্লেখ থাকলেও গত চার বছরে আমাদের ভাতা বৃদ্ধি করা হয়নি। কেবল আশ্বস্ত নয়, আগামী বাজেটে প্রতিবন্ধী মানুষদের ভাতা ন্যূনতম ২০০০ টাকা করতে হবে।
বক্তারা আরো বলেন, সামাজিক সুরক্ষায় একজনকে একটির বেশি সুবিধা দেওয়া যাবে না এই নীতির কারণে ভাতা প্রাপ্ত প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন সহায়ক উপকরণ, ব্যক্তিগত যানবাহন, ব্যক্তিগত সহায়তাকারী, বিশেষ শিক্ষা উপকরণ, শ্রুতিলেখক, নিয়মিত ঔষধ সেবন, থেরাপি গ্রহণ, বিশেষ প্রশিক্ষণ ইত্যাদির প্রয়োজন হয়। এই সকল আনুষঙ্গিক বিষয় বেশিরভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের পক্ষে বহন করা সম্ভব নয়। বক্তারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা জীবন সচল রাখা এবং তাদের দৈনন্দিন মৌলিক অধিকার নিশ্চিত করতে শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ব্যক্তি ভাতা দুটোই নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে উত্থাপিত প্রতিবন্ধী সংগঠন সমূহের ৭ দফা দাবিসমূহ, ২০২২-২৩ জাতীয় বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ন্যুনতম ২০০০ (দুই হাজার) টাকা করতে হবে, ২০২২-২৩ জাতীয় বাজেটেই শতভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ব্যক্তি ভাতা, উভয়ই নিশ্চিত করতে হবে, অবিলম্বে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগ এবং কর্মসংস্থান নিশ্চিতকরণে বিশেষ নীতিমালা প্রণয়ন করতে হবে, ২০২২-২৩ জাতীয় বাজেটেই বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে ১০ শতাংশ প্রতিবন্ধী মানুষদের নিয়োগে ৫ শতাংশ কর ছাড়ের নিয়মটি সংশোধন করে আনুপাতিক হারে ৫-৩ শতাংশ প্রতিবন্ধী কর্মী নিয়োগ দিলে ৩-১ শতাংশ কর ছাড়ের বিধান করতে হবে, সরকারি-বেসরকারি সকল সেবার তথ্যভান্ডারে প্রতিবন্ধিতা বিভাজিত তথ্য চাই,অবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতর বাস্তবায়ন করতে হবে, প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দ দিতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন হাসান মনছুর, শিউলি চক্রবর্তী, সেলিনা আক্তার রওশন চৌধুরী, ফিরোজ আহমেদ, অ্যাড. নুরজাহান, নিমাই বনিক, আলী আহমেদ, মো. ফরিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাকে বলল বন্ধুর বাসায় যাচ্ছে।। একদিন পর মিলল নদীতে লাশ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু