বাঙালির প্রাণের উৎসব বলী খেলাকে বাঁচিয়ে রাখার অনুরোধ সুজনের

| বৃহস্পতিবার , ১৪ এপ্রিল, ২০২২ at ৬:৫৪ পূর্বাহ্ণ

বলী খেলা বাঙালির প্রাণের উৎসব, যে কোনো মূল্যে এ উৎসবকে বাঁচিয়ে রাখার অনুরোধ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অনুরোধ জানান।
এ সময় সুজন বলেন, বাঙালি সংস্কৃতির বিকাশ এবং একই সঙ্গে বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশবিরোধী মনোভাব গড়ে তোলার অভিপ্রায় থেকে জব্বারের বলী খেলার গোড়াপত্তন। বলী খেলাকে কেন্দ্র করে গড়ে উঠা এ মেলা সুদীর্ঘকাল থেকে আমাদের দেশীয় সংস্কৃতির এক বিরাট অংশ দখল করে আছে। মূলত এ মেলা থেকে সারা বছরের গৃহস্থালির নিত্যব্যবহার্য তৈজসপত্র সংগ্রহ করেন গৃহকর্ত্রীরা। সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক এবং সাহসী পদক্ষেপের ফলে করোনা সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণে চলে এসেছে। দেশের অর্থনীতির স্বার্থে সবকিছু আগের মতোই স্বাভাবিক করে দেওয়া হয়েছে। এ অবস্থায় আগামী ১২ বৈশাখ বাঙালির প্রাণের উৎসব ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার আয়োজনে সকল পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান সুজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিন্দু ফাউন্ডেশনে হরিপূজা আজ
পরবর্তী নিবন্ধঈদে আসছে সাড়ে ২৭ হাজার কোটি টাকার নতুন নোট