নগরীর বাকলিয়ায় একটি বাসা চুরির ঘটনায় তাসনুর বেগম (১৯) ও তাসলিমা বেগম (২১) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার, রূপা, মোবাইল ও মূল্যবান কাপড় উদ্ধার করা হয়। শনিবার (২৫ জুন) রাতে কালামিয়া বাজারের বসতঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তাসনুর বেগম চান্দগাঁও থানার খাজা রোড এলাকার মো. খোরশেদের স্ত্রী এবং তাসলিমা বেগম মাদারীপুর জেলার কালকিনী থানার মিনাজাদী গোপালপুর গ্রামের জমির উদ্দীনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার অপারেশন অফিসার সাজেদ কামাল।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টায় পবিবার নিয়ে বেড়াতে যান ভুক্তভোগী ডালিম মহাজন। রাতে ৮টার দিকে বাসায় এসে দেখেন তার বাসার দরজা খোলা, ভেতরে সব এলোমেলো। এ সময় তারা দেখেন আলমারিতে রাখা একটি স্বর্ণের নেকলেস, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের আংটি ইত্যাদি নেই। এ ঘটনায় ভুক্তভোগী শনিবার (২৫জুন) এসে এজাহার দায়ের করেন।
বাকলিয়া থানার অপারেশন অফিসার সাজেদ কামাল বলেন, মামলার পর ওই এলাকার সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করা হয়। পরে থানা এলাকায় অভিযান পরিচালনা করে বলিরহাট পুলিশ বিটের পাশে জসিমের বিল্ডিং থেকে চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।












