বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির অভিষেক

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৯:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির নবগঠিত কমিটির অভিষেক গত ২০ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংগঠনের সভাপতি সঞ্চিতা তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শর্মিষ্টা বড়ুয়া উষা ও প্রকাশনা সম্পাদক দোলনা বড়ুয়া তৃষ্ণার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলা শাখার সভাপতি পূরবী বড়ুয়া। উদ্বোধক ছিলেন অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখার সভাপতি কেমি বড়ুয়া মুক্তা। সভায় বক্তারা বলেন, সমাজ, সংস্কৃতি, সভ্যতা ও অগ্রগতিতে নারীদের অবদান কোন অংশে কম নয়। বক্তব্য রাখেন প্রতিমা বড়ুয়া, অসীমা বড়ুয়া, শিল্পী বড়ুয়া, সীমা বড়ুয়া, মাধবী বড়ুয়া, স্বর্ণা তালুকদার, জয়মালা বড়ুয়া, বিউটি বড়ুয়া, মঞ্জু বড়ুয়া, রত্না বড়ুয়া। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা সুশান্ত বড়ুয়া। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফতেয়াবাদ কলেজে রোভার স্কাউটসের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধবোয়ালখালী যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন