বাঁশখালীতে বিয়ের ১৯ দিনের মাথায় ফেরাদাউস আক্তার (২৩) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড খালাইচ্ছার দোকান এলাকার স্বামীর বাড়ি থেকে ওই নববধূর লাশ উদ্ধার করা হয়। নিহত ফেরাদাউস আক্তার ওই গ্রামের শাহাব উদ্দীনের স্ত্রী ও সরল ইউনিয়নের মুজিবুর রহমানের মেয়ে।
স্বামীর পরিবার সূত্রে জানা যায়, সকালে স্বামী-স্ত্রী একসাথে চা-নাস্তা করার পর ঘর থেকে বাইরে চলে যায় স্বামী শাহাব উদ্দীন। পরে দুপুর ১১ টার দিকে বাড়িতে এসে রুমের দরজা বন্ধ দেখতে পেয়ে স্ত্রীকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো ধরনের সাড়াশব্দ না পাওয়ার একপর্যায়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় এ নববধূর লাশ ঝুলতে দেখতে পায় তারা।
পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ফেরদৌসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়।
অপরদিকে মেয়ের পরিবার ও স্বজনদের দাবি ফেরদৌস আক্তারকে তার স্বামীর লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে নববধূর লাশ উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।












