বসন্ত উৎসবে রঙিন এমইএস কলেজ প্রাঙ্গণ

| শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

নগরীর ওমর গণি এমইএস কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো ফাগুন উৎসব। কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য ড. আনোয়ারা আলম। অতিথি ছিলেন উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী, গভর্নিং বডির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোহাম্মদ আলী।

অধ্যাপক ববি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আমীন, অধ্যাপক আয়েশা বেগম, অধ্যাপক শাহানা ইয়াসমিন, শিক্ষার্থীদের পক্ষে ফাতেমা আক্তার।

প্রধান অতিথি ড. আনোয়ারা আলম তার বক্তব্যে বলেন, সংস্কৃতি চর্চাই একমাত্র মাধ্যম, যার মাধ্যমে একটি দেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা হয়। পহেলা ফাগুন উৎসব আমাদের ষড়ঋতুর দেশের ঋতু বৈচিত্র্যের পরিচায়ক। আর বিশেষ করে শিক্ষাঙ্গণে এমন উৎসব শিক্ষার্থীদের সুস্থ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে সুন্দর প্রজন্ম তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।

সভাপতি অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম তার বক্তব্যে বলেন, দেশের ছয় ঋতুর মধ্যে বসন্ত হলো ঋতুরাজ। তরুণ প্রজন্মকে বলতে চাইপ্রকৃতি আমাদের আসল জায়গা। আমাদের যে অর্জন তার সবকিছুই প্রকৃতির কাছ থেকে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘ওমরগণি সাংস্কৃতিক অঙ্গন’এর অধ্যাপক নন্দিতা বড়ুয়া ও সাহিত্য সংগঠন ‘বাংলার মুখ’এর অধ্যাপক আয়েশা বেগমের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবকে মাতিয়ে তোলেন সৌরভ, নৃত্য শিল্পী শ্রাবণ্য, হাবিবুর রহমান তামিম, সাকিব, ইসরাত, মাহফুজ, কন্ঠশিল্পী জয় দত্ত প্রমুখ। শিক্ষার্থীদের ফ্ল্যাশ মপে বাঙলার ঐতিহ্যবাহী গানের সাথে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্ত হয় কলেজের ফাগুন উৎসব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিতার্কিকরা সত্যান্বেষী ও বিশ্লেষণমুখী
পরবর্তী নিবন্ধশিশু-কিশোরদের মাঝে মানবিক মূল্যবোধের বীজ বপন করতে হবে