বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা মাত্র ৪ রানে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। টসে জিতে নাসিরাবাদ প্রথমে ব্যাট করতে পাঠায় বন্দরকে। ২৪ ওভারে নির্ধারিত খেলার ২২ ওভার খেলেই অল আউট হয়ে যায় বন্দর উচ্চ বিদ্যালয়। তারা মাত্র ৭৪ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে সাইফুল আলম সাদিক ১০,ইমরান খান ১২ এবং তালহা জুবায়ের ১৬ রান করেন। অতিরিক্ত রান হয় ১৩। নাসিরাবাদের জুয়েল ত্রিপুরা,ইমন মুন্সী এবং আশরাফুল আলী প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকে পান দেবজয় টেগোর তাফসিদুল আলম সোহা এবং আফফান মাহবুব সাহাফ।
জবাবে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় জয়ের কাছাকাছি গিয়েও বঞ্চিত হয়। ২৩ ওভার ৫ বল খেলে ৭০ রানে সবাই আউট হয়ে যায় তারা। দলের হয়ে লড়াই করেন অধিনায়ক আফফান মাহবুব সাহাফ। তিনি ২৩ রান করে অপরাজিত থাকলেও শেষ ওভারের এক বল আগেই কাইয়ুম আদিফ নিজম্ব ৩ রানে মাহির মোহাম্মদ প্রিয়মের বলে তালহার স্ট্যাম্পিংয়ের শিকার হন। আফফান ছাড়া দলের কেউই দু অংকের ঘরে যেতে পারেনি। বন্দর উচ্চ বিদ্যালয়ের মাহির মোহাম্মদ প্রিয়ম ৪.৫ ওভার বল করে ১৬ রান দিয়ে ৩টি উইকেট দখল করে নেন। ২টি করে উইকেট নেন ইমতিয়াজ আলম ফাহাদ,মেহরাব খান এবং মামদুদ জুনাইদ। ১টি উইকেট পান মাহির শাহরিয়ার। বিজয়ী দলের মাহির মোহাম্মদ প্রিয়ম ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ–সভাপতি ও সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলী আব্বাস। সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আবুল হাসেম, সিজেকেএস কাউন্সিলর সুলতান মাহমুদ খান শাহীনসহ অংশগ্রহণকারী স্কুলের খেলোয়াড়, ক্রীড়া শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ প্রমুখ।