বনলতা গার্মেন্টসের চার পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২১ কোটি টাকা আত্মসাৎ মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৩১ পূর্বাহ্ণ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৯০১ টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় মেসার্স বনলতা গার্মেন্টেসের চার পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এরা হলেন শংকর সেনগুপ্ত, মৃদুল চক্রবর্তী, অলকা সেনগুপ্ত ও নীতা চক্রবর্তী। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এর আগে পাওনা আদায়ে আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতের কাছে একটি আবেদন করেন ব্যাংক কর্তৃপক্ষ। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আগ্রাবাদ শাখার ২১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৯০১ টাকা আত্মসাতের অভিযোগে বনলতা গার্মেন্টস ও প্রতিষ্ঠানটির চার পরিচালকের বিরুদ্ধে ২০১৭ সালে একটি অর্থঋণ মামলা হয়। এ মামলায় ২০১৯ সালের ৪ আগস্ট ব্যাংকের পক্ষে রায় ঘোষণা হয়। রায়ে ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু আসামিরা টাকা পরিশোধ করেননি। একপর্যায়ে ব্যাংক কতৃপক্ষ ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি টাকা ফেরত পেতে একটি জারি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধপেঁয়াজে শুল্ক নেই চিনিতে হ্রাস
পরবর্তী নিবন্ধপঞ্চমবারের মতো নিলামে উঠছে বিলাসবহুল সেই ১১৩ গাড়ি