ফের বাড়তে পারে গ্যাসের দাম, ঘোষণা আজ

| রবিবার , ৫ জুন, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

আবাসিক ও শিল্পসহ সব খাতে গ্যাসের দাম সমন্বয় করে নতুন দাম চূড়ান্ত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল শনিবার বিইআরসির সচিব খলিলুর রহমান খানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার বিকেল ৩ টায় ভোক্তা পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হবে।

এর আগে ২১ মার্চ রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর দাম বাড়ানোর বিপরীতে গণশুনানি অনুষ্ঠিত করে বিইআরসি। তখন শুনানিতে গ্যাসের দাম ১১৭ শতাংশ, অর্থাৎ এক চুলা ৯২৫ থেকে বাড়িয়ে ২০০০ টাকা, দুই চুলা ৯৭৫ থেকে বাড়িয়ে ২১০০ টাকা করার প্রস্তাব করার বিপরীতে দুই চুলা ৯৭৫ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা এবং এক চুলা ৯২৫ থেকে বাড়িয়ে ৯৯০ টাকায় উন্নীত করার সুপারিশ করেছিল সংস্থাটি। খবর বাংলানিউজের।

গ্যাসের দাম বৃদ্ধির কারণ হিসেবে পেট্রোবাংলা সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে গেছে। যে কারণে স্পর্ট মার্কেট থেকে চড়া দরে এলএনজি আমদানি করতে হচ্ছে। এ জন্য ১১৭ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়। তবে বিইআরসি ২০ শতাংশ দাম বৃদ্ধির পক্ষে মতামত প্রদান করে গণশুনানিতে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে দ্বন্দ্ব, সংঘাত, কঠোর অবস্থানে প্রশাসন
পরবর্তী নিবন্ধপ্রতিবাদ-মুখর চট্টগ্রাম