ফার্নিচার শ্রমিকদের জন্য চিকিৎসা ক্যাম্প

| রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ফার্নিচার নির্মাণ শ্রমিক ও কারিগরদের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প গতকাল শনিবার শুরু হয়েছে। এতে দুই দিনে প্রায় দেড় হাজার জনকে চিকিৎসাসেবা দেওয়া হবে। নগরীর বলিরহাটে শুরু হওয়া এই ক্যাম্পে ঢাকা ও চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নিচ্ছেন।

শেলটেক আয়োজিত চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রাইন্ডটেক লিমিটেডের ডিরেক্টর অ্যান্ড সিইও সাইফুল হাসান রিকু। সভাপতিত্ব করেন বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী ও নির্মাতা সমবায় সমিতির সভাপতি মো. মুজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর এম আশরাফুল আলম, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহসভাপতি মো. আজম খান, অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন, বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী ও নির্মাতা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ওসমান গণি সুমন এবং বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী ও নির্মাতা সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনসুরুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪ দফা দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধ‘স্বপ্নচাষি’তে উঠে এসেছে হিরোইজমের গল্প