প্রয়াত ব্যবসায়ীদের স্মরণে সভা

খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশন

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

করোনার সময়ে চাকতাই খাতুনগঞ্জ আছদগঞ্জের প্রয়াত ব্যবসায়ীদের স্মরণে এক স্মরণসভা খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের উদ্দ্যোগে চাকতাই-খাতুনগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির সহোযোগিতায় খাতুনগঞ্জ চানমিয়া লেইনে গতকাল শনিবার বিকেল ৩টায় ছৈয়দ ছগীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি, চট্টগ্রাম চেম্বার অব কমার্স সভাপতি মাহবুবুল আলম ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর নুরুল আলম মিয়া, মহিলা কাউন্সিলর শাহীন আকতার রোজী, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা আহমদ রশিদ আমু, আলমগীর পারভেজ, এস এম কামাল উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, ফয়েজ উল্লাহ চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো. মহিউদ্দিন, এডভোকেট তারিক আহমদ, এস এম সেলিম, অধ্যক্ষ মালেকা বেগম, আরশাদুর রহমানসহ চাকতাই-খাতুনগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি নেতৃবৃন্ধ। করেনাকালে চাকতাই-খাতুনগঞ্জ ও আছদগঞ্জের ৪৭ জন ব্যবসায়ী প্রাণ হারান। শনিবার সকালে কোরানখানি ও দোয়া মাহফিল, এবং সভাশেষে নিম্ন আয়ের এক হাজার কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে স্মরণসভা কমিটি। সিটি মেয়র তাঁর বক্তব্যে চট্টগ্রামের ব্যবসায়ীদের চিহ্নিত সমস্যা সমাধানে সাধ্যমত কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন এবং ওজন স্কেল বিষয়ে সরকারের উচ্চ মহলের সাথে প্রয়োজনীয় বৈঠক করে সমাধানের আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজকের সমৃদ্ধ বাংলাদেশ বঙ্গবন্ধুরই স্বপ্ন : মেয়র
পরবর্তী নিবন্ধরাবার গার্ডেন ওনার্স এসো’র নির্বাচন