প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (দ.)’র জীবনের উপর ভিত্তি করে মুসলিমরা তাঁর শিক্ষা ও আদর্শকে অনুসরণ করতে উৎসাহিত হয়। তাই আমাদের উচিত প্রিয় নবী (দ.)’র আদর্শকে প্রত্যেকটা ঈমানদারদের হৃদয়ে ধারণ করে এগিয়ে যেতে হবে। এজন্য ১২ দিনব্যাপী আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) সমাবেশটি বিশেষ তাৎপর্য বহন করে চলেছে বছরের পর বছর ধরে। আল্লাহর ১২দিনব্যাপী ঈদ-এ মিলাদুন্নবী (দ.) সমাবেশের সমাপনী দিনে সভাপতির বক্তব্যে আল্লামা শাহ্সুফী মুফতি কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.) উপরোক্ত কথাগুলো বলেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ৫ সেপ্টেম্বর হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ শরীফ মসজিদে মহান রবিউল আউয়ালে বিশ্ব মানবতার মুক্তির দিশারী রাহমাতুল্লিল আলামীন (দ.) নিখিল বিশ্বে আগমন উপলক্ষে কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) হাতে গড়া প্রতিষ্ঠিত ১২ দিনব্যাপী পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) সমাবেশ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর (মা.জি.আ.) সভাপতিত্বে সমাপনী দিবস অনুষ্ঠিত হয়। শাহজাদা আল্লামা হাফেজ কাযী মুহাম্মদ খালেদুুর রহমান হাশেমীর (মা.জিআ.) সঞ্চালনায় আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আল্লামা শাহ্ নূর মুহাম্মদ আল কাদেরী, আল্লামা হাফেজ আজিজুল হক হোছাইনী। সাংস্কৃতিক পরিষদের শায়েরবৃন্দগনের পরিবেশনায় যিকরে নাতে মোস্তফা (দ.) মাহফিল হয়। উক্ত মাহফিলের বিশেষভাবে শুকরিয়া জ্ঞাপন করেন মাওলানা কাযী মুহাম্মদ আশেকুর রহমান হাশেমী। এসময় উপস্থিত ছিলেন শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ ছফিরুর রহমান হাশেমী সাকিব, আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুহাম্মদ নাজমুল হাসানসহ প্রখ্যাত ওলামায়ে কেরামগণ। প্রেস বিজ্ঞপ্তি।










