প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লিগ শুরু কাল

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা পুলিশ এর সহযোগিতায় আয়োজিত মুজিববর্ষ সিজেকেএস-প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লিগ শুরু হচ্ছে আগামীকাল। করোনার প্রকোপ কেটে যাওয়ার পর ধীরে ধীরে সবগুলো ইভেন্ট শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় এবার দাবা লিগ শুরু হতে যাচ্ছে। এবারের প্রিমিয়ার লিগে ৮টি দল এবং প্রথম বিভাগে ৩৪টি দল অংশগ্রহণ করছে। প্রিমিয়ার এবং প্রথম বিভাগ লিগে মোট ২০৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। এ লিগে ৯০ জন রেটেড দাবাডু অংশগ্রহণের বিধান রাখা হয়েছে। প্রিমিয়ার লিগের খেলা ৭ রাউন্ড রবীন লিগে এবং প্রথম বিভাগ এর খেলা সুইস লিগ পদ্ধতিতে ৭ রাউন্ডে অনুষ্ঠিত হবে। এ লিগ পরিচালনার যাবতীয় ব্যয় বহন করবে চট্টগ্রাম জেলা পুলিশ। গতকাল দাবা লিগ উপলক্ষে সিজেকেএস সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভীন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) কবির আহমেদ, সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস কাউন্সিলর মো. লুৎফুল করিম সোহেল, সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নোমান আহমদ ছিদ্দিকী, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সদস্য সৈয়দ আব্দুল আহাদ, এস এম তারেক, নাসির হাসান, কামরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচলেই এসেছে উইন্ডোজ ১১
পরবর্তী নিবন্ধশেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে কাল