প্রাকৃতিক বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে

বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

| শুক্রবার , ১৪ জুলাই, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

এনায়েতবাজার মহিলা কলেজ : এনায়েতবাজার মহিলা কলেজ রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সোহানা শরমিন তালুকদার। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক বদরুন্নেসা সাজু, অধ্যাপক মো. মইন উদ্দিন, অধ্যাপক ফারহানা কাদের, অধ্যাপক ফৌজিয়া মমতাজ প্রমুখ।

ওমরগণি এমইএস কলেজ : ওমরগণি এমইএস কলেজ ক্যাম্পাসে ফলদ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আ... সরওয়ার আলম। এতে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. রেজাউল করিম সিদ্দিকী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খোরশেদ আলম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নুরুল আমিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান একিউএম ছাইফুল্লাহ, গণিত বিভাগের সহকারি অধ্যাপক ও বাংলাদেশ ন্যাশানাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেকেন্ড লে. আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সেকেন্ড লে. শাহানা ইয়াছমিন, ইংরেজি বিভাগের প্রভাষক সুমন কান্তি দাশ, অর্থনীতি বিভাগের প্রভাষক ববি বড়ুয়া। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ ন্যাশানাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও যুব রেডক্রিসেন্ট ওমরগণি এমইএস কলেজ ইউনিট।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন : সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আগ্রাবাদ এলাকায় গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। সংগঠনের সেক্রেটারি লায়ন মো. আবু নাসের রনির পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাজিম আখতার আমিরী সহসভাপতি নাজমুল শাকের, গাজী মোহাম্মদ শহীদুল্লাহ, আশিকুল আলম, এস এম ইয়াসিন আরমান, জুনায়েত রহমান রিফাত, নূরে আলম রাসেল, তৌসিফ, আরিফ প্রমুখ।

বাঁশখালী উপজেলা প্রশাসন : বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ লক্ষ ৫০ হাজার চারা রোপণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের চারা বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তী ও মোঃ ওসমান গনির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজিব কুমার দাশ, সিনিয়র শিক্ষিকা তাহের বেগম, বিপ্লবী বিশ্বাস, সাংবাদিক মিজান বিন তাহেরসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধতথ্যমন্ত্রীর উদ্যোগ রাঙ্গুনিয়ায় নির্মাণ হচ্ছে ৪ সাইক্লোন শেল্টার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ৪ জুয়াড়ি আটক